০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নান্দনিক ডিজাইন ও পারফরম্যান্সে সেরা আসুস জেনবুক এস ১৪

নান্দনিক ডিজাইন ও পারফরম্যান্সে সেরা আসুস জেনবুক এস ১৪ -

অত্যাধুনিক প্রযুক্তির মাপকাঠিতে আসুসের উদ্ভাবন বাজারে প্রতিনিয়তই গ্রাহকদের নজর কাড়ছে। ২০২৪ সালে দেশের বাজারের এসেছে আসুস জেনবুক এস ১৪। দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন এবং নতুন ইন্টেল প্রসেসরের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দিচ্ছে ল্যাপটপটি।

চমৎকার ডিজাইন এবং টেকসই ডিভাইস
আসুস জেনবুক এস ১৪-এর ডিজাইনে ব্যবহার করা হয়েছে সেরালুমিনাম কোটিং, যা প্লাজমা সিরামিক অ্যালুমিনিয়ামের আধুনিক সংস্করণ। এর ডায়াগোনাল প্যাটার্নযুক্ত লিডের নকশা ল্যাপটপটিকে দিয়েছে মার্জিত রূপ। ল্যাপটপটি খুবই হাল্কা, মাত্র ১.২ কেজি এবং পুরুত্ব ১১.৯ মিমি। সিøম প্রোফাইলের ডিভাইসটি বহন করা খুবই সহজ। কর্মক্ষেত্রে যাদের প্রতিনিয়ত ল্যাপটপ নিয়ে যেতে হয়, তাদের জন্য লেটেস্ট আসুস মডেলটি চমৎকার অপশন হতে পারে।

ইন্টেল লুনার লেক প্রসেসর
আসুস জেনবুক এস ১৪-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো ইন্টেলের নতুন লুনার লেক প্রসেসর। এই প্রসেসরে রয়েছে কোর আল্ট্রা ২৫৬ভি চিপ, যা সেপ্টেম্বর ২০২৪-এ উন্মোচন করা হয়। এর বিশেষত্ব হলো নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা জটিল এআই কার্যক্রম পরিচালনায় দক্ষ। এই ল্যাপটপের এনপিইউয়ে আছে ডেডিকেটেড এআই ইঞ্জিন। মূলত এআই- নীর্ভলসম্পর্কিত কাজগুলো আরো দক্ষভাবে এবং দ্রুত করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। বিশেষভাবে, ইমেজ বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো আরও সহজে করতে পারবে ল্যাপটপ ব্যবহারকারীরা ।

ফটো এডিটিং, ডেটা অ্যানালিটিকস এবং মেশিন লার্নিংয়ের মতো কাজে এটি দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। এটি এমন একটি ল্যাপটপ, যা শিক্ষার্থী, সৃজনশীল পেশাজীবী এবং পেশাদারদের জন্য দারুণভাবে উপযোগী। ল্যাপটপটিতে ১৬ জিবি র্যা ম থাকার কারণে মাল্টিটাস্কিং, কনটেন্ট ক্রিয়েশন, এমনকি হালকা গেমিংও সহজেই করা সম্ভব।
ল্যাপটপটির ব্যাটারি দিবে দীর্ঘ সময় কাজ করার নিশ্চয়তা। বাংলাদেশের মতো বিদ্যুৎ বিভ্রাটের অঞ্চলে এটি একটি বিশেষ সুবিধা। তাছাড়া, এতে রয়েছে ওয়াইফাই ৭ এবং ব্লুটুথের সর্বশেষ প্রযুক্তি, যা দ্রুত ইন্টারনেট স্পিড ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে। ল্যাপটপটিতে রয়েছে প্রয়োজনীয় পোর্টের একটি পরিপূর্ণ সেট, যার মধ্যে রয়েছে থান্ডারবোল্ট ৪, ইউএসবি-এ ৩.২, এইচডিএমআই ২.১ এবং মাইক্রোএসডি কার্ড রিডার।
ল্যাপটপটিতে ১৪ ইঞ্চি থ্রিকে আসুস লুমিনা অলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসুস জেনবুক এস ১৪ শুধু একটি ল্যাপটপ নয়; এটি দক্ষতা ও চির প্রতীক। আপনি যদি প্রযুক্তির ক্ষেত্রে একধাপ এগিয়ে যেতে চান, তবে এটি হতে পারে আপনার সেরা সঙ্গী। ল্যাপটপটির দাম ২ লাখ ২৮ হাজার টাকা।


আরো সংবাদ



premium cement
কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া পাত্রী দেখতে যাচ্ছিলেন ফরিদপুরে দুর্ঘটনায় নিহতরা কুড়িগ্রামে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

সকল